Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে বাঁধ ভেঙে প্লাবিত, ক্ষতি অর্ধকোটি

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১১:০৪:০৫ এম

আজগর হোসেন ছাব্বির,দাকোপ:  দাকোপের বটবুনিয়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২ শতাধিক পরিবারের ঘরবাড়ি। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ক্ষতি হয়েছে রোপা আমন ধান ও সবজির ক্ষেত। সব মিলে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা।

দাকোপ উপজেলা প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়- উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের অধীন বটবুনিয়া এলাকার ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙে ৬ টি গ্রাম প্লাবিত হয়। এ ঘটনায় সেখানকার ২ শতাধীক পরিবারের কাঁচা আধা পাকা ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা কৃষি দপ্তর জানায়, ভাঙনে প্লাবিত হওয়ায় মাঠে থাকা ৩ শত হেক্টর জমির আমন ধানের কমবেশী ক্ষতি হয়েছে। এর মধ্যে ২ হেক্টর জমির ফসল সম্পূর্নরুপে নষ্ট হয়েছে। এ ছাড়া বসত বাড়ীর ২ হেক্টর জমির সব্জি ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। টাকার অংকে কৃষি বিভাগে সেখানে ক্ষতির পরিমান প্রায় ১১ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের তথ্য মতে প্লাবিত এলাকায় ১ হাজার একর জমির মৎস্য ঘের ও পুকুর ভেসে গেছে। ফলে সেখানে থাকা মিঠা পানির গলদা, বাগদা, কার্ব জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ, ভেটকি, পাশে ও ভাঙাল মাছ চলে যাওয়ায় মৎস্য চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন বলেন, প্লাবিত এলাকায় লোকালয় থেকে পানি বের হয়ে যাওয়ার গেট গুলো সচল থাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। ফলে পানি প্রবেশের সাথে সাথে ভাটায় সেটি আবার বের হয়ে গেছে। যে কারনে ক্ষতির পরিমান অনেক কম হয়েছে। অপরদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ১২০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈলসহ খাবার সামগ্রী বিতরণ করে। এ ছাড়া ৮০ হাজার টাকা বরাদ্দে চিড়া গুড়সহ শুকনো খাবার বিতরণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে পরিবার প্রতি ২০ কেজি হারে ২ শত পরিবারের মাঝে ৪ টন চাল বিতরণ করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকী নদীর পানির তোড়ে বটবুনিয়া এলাকার আনুমানিক ২ শত ফুট বেড়ীবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘটনায় ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিন কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়া এলাকা কমবেশী প্লাবিত হয়। ২ দিন পর বৃহস্পতিবার রাতে বিকল্প বাঁধ নির্মাণ করলে এলাকা পানি মুক্ত হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)