Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ রেল পুলিশ রিমন আটক

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১১:০১:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক: ১০ হাজার পিস ইয়াবাসহ মহিবুর রহমান রিমন (৩১) নামে এক রেল পুলিশ সদস্যকে আটক করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের সদস্যরা। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মনোহরপুর গ্রামের (যশোর-মাগুরা মহাসড়কের) পাশে মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৬২২৭) থামিয়ে রিমনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তিনি চট্টগ্রামের সীতাকুন্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর রেলওয়ে থানায় কনস্টেবল হিসাবে কর্মরত আছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সোর্স মারফত তাদের কাছে সংবাদ আসে এক ব্যক্তি মাদক দ্রব্য সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে যশোরে নিয়ে আসছে। মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে তাদের একটি টিম অবস্থান নেয়। ওই ফিলিং স্টেশনের সামনে বাসটি দাড়িয়ে ছিলো। বাসের মধ্যে তিনিসহ অন্য সদস্যরা উঠে ই-১ নম্বর সিটে বসা রিমনকে আটক করেন। পরে তার পায়ের ওপর রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস কমলা রংয়ের ইয়াবা জব্দ করা হয়। একই সাথে দুটি মোবাইল ফোনসেট ও গাড়ির টিকিট জব্দ করা হয়েছে।  রিমন তার নাম ঠিকানা জানালে তারা সে গুলো খাতায় অর্ন্তভূক্ত করে নেন।

নাজমুল হোসেন খান আরো জানিয়েছেন, রিমন চট্রগ্রাম থেকে ওই ইয়াবার চালান যশোরে নিয়ে আসছিলেন। রিমন পুলিশ সদস্য কি না জানতে চাইলে তিনি জানিয়েছেন, রিমনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর বিভিন্ন সূত্র থেকে শুনেছেন রিমন চাঁদপুর জিআরপিতে কনস্টেবল পদে কর্মরত আছেন। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।

আটক রিমন জানিয়েছেন, তার বাড়ি চট্রগ্রামে। তিনি চাঁদপুর রেলওয়ে পুলিশে কর্মরত আছেন। তার কনস্টেবল নম্বর জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)