ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সোমবার সকালে টাইফয়েড কনজুগেট ভ্যাক্সিন টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ইউএনও তাসনীম জাহান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, আবাসিক মেডিকেল অফিসার মৃন্ময় কুমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. অহিদুজ্জামান, প্রধান শিক্ষক এস এম এ হালিম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপ-সহকারী মেডিকেল অফিসার আহসান হাবিব প্রমুখ।