নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৮ ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সৌভাগ্যবান। সব ছাত্রী এ স্কুলে ভর্তি হতে পারে না। হাজারো ছাত্রীর মধ্য থেকে ভর্তি হতে হয়। একারনে তারা পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জন করে। ভাল ফলাফল করা ১০০ শতাংশের মধ্যে ৯০ শতাংশ শিক্ষার্থী ভাল ভার্সিটিতে ভর্তি হতে পারে না। এজন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মোহাম্মদ শহীলুদ্দীন, কৃতি ছাত্রী মাইমনা খান, মায়েদের পক্ষে সাবিহা বেগম।
এসময় উপস্থিত ছিলেন জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ, শিরিনা খাতুন।
আলোচনা শেষে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শুরুতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।