ক্রীড়া প্রতিবেদক: নতুন দেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে যশোরে মঙ্গলবার সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আরবপুরস্থ বাঁচতে শেখায় বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস, যশোর এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৩ টি প্রতিষ্ঠানের ৬০ শিশু অংশ নেয়। ইভেন্ট ছিলো ৫ টি। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. এঞ্জেলা গোমেজ ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।