নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা, নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুস্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবী এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবিতে যশোরে কর্মসূচি পালন হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে যশোরের সরকারি কলেজে মঙ্গলবার দিনব্যাপী কর্মবিরতি পালন, কালো ব্যাচ ধারণ ও মানববন্ধন করা হয়েছে। কলেজগুলো হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, যশোর সরকারি কলেজ।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সরকারি মাইকেল মধুসূদন কলেজ ইউনিটের যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দীন বলেন সংগঠনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করেছি।
পরবর্তীতে কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা দেয়া হবে, সেই কর্মসূচি পালন করা হবে।