নিজস্ব প্রতিবেদক: যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামছুন্নাহার, সদস্য, তরিকুল ইসলাম (তারু), সদস্য সেলিনা আক্তার, সদস্য আসিফ আকবর খান নিপ্পন, সদস্য নোসাইবা সোহেলী বুবলি প্রমুখ।
মৌমাছি স্কুলের ৮ টি শ্রেণির মোট ৩৬০ শিশু এবং সৃজনশৈলী সংগঠনের ৩৩ শিশুর অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়। শিশুদের উপস্থাপনায় বাঙালীর ঐতিহ্যের ১টি থিম নাচ, ৮টি নাচ, ৭টি গান ও ১টি আবৃত্তি পরিবেশনা হয়েছে।
এই আয়োজনে গত ২৩ আগস্ট ও ৩০ আগস্ট তারিখে অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’ এর চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচ বিষয়ে ক, খ, গ ও ঘ বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান প্রাপ্ত মোট ৪২ জন শিশুর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।