Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় গৃহবধূকে গলা কেটে হত্যা, ছুরিসহ ‘ঘাতক’ আটক

এখন সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর , ২০২৫, ১২:০৭:০৪ এম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলায় পরকিয়ার জেরে গলা কেটে আছিয়া খাতুন ওরফে চুমকি (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। তিনি দামোদর গ্রামের শহিদ মোড়লের স্ত্রী। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টায় দামোদর জমাদ্দারপাড়ায় তার স্বামীর বাড়িতে। পুলিশ হত্যাকারী হোসেনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, নড়াইল জেলার উজিরপুর গ্রামের রেজা কাজীর পুত্র হোসেন কাজী (৩০) চুমকির সাথে পূর্ব পরিচিত থাকায় স্বামীর বাড়িতে অবাধে যাতায়াত করত। কিন্তু বিষয়টি বাড়ির লোকজন ভালো চোখে নেয়নি। পরবর্তীতে কয়েকদিন আগে চুমকীর স্বামীর বাড়িতে হোসেন কাজী আসলে পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরই জের ধরে হোসেন কাজী চুমকীকে হত্যার উদ্দেশ্যে গত সোমবার রাতে ওই বাড়ির ছাদের একটি পানির ট্যাংকির মধ্যে লুকিয়ে থাকে। মঙ্গলবার সকালে চুমকীর স্বামী মোবাইল ফোনে লোড দিতে গেলে সুযোগ বুঝে হোসেন কাজী ওই গৃহবধূর ঘরে ঢুকে ছুরি দিয়ে চুমকীকে গলা কেটে হত্যা করে। এরপর স্বজনরা চুমকিকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাসী করলে পানির ট্যাংকির মুখ খোলা দেখতে পায়। এ সময় হোসেনকে ওই ট্যাংকির মধ্য থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী সহিদুল মোড়ল বাদি হয়ে ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় বিকেলে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)