অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার সন্ধ্যায় উপজেলার বাঘুটিয়া ও শুভরাড়া ইউনিয়নে পৃথক এ মাঠ দিবস কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের প্রথম অনুষ্ঠান বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের কৃষক এনামুল হকের সভাপতিত্বে এবং দ্বিতীয় অনুষ্ঠান রাতে শুভরাড়া ইউনিয়নে শুভরাড়া গ্রামের কৃষক এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।