অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলাব্যাপী মাদক, সন্ত্রাস, চাঁদা ও অবৈধ দখলবাজি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানের হুঁশিয়ারি প্রদান করেছে। এছাড়া নওয়াপাড়া বাজারে ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে রক্ষণাবেক্ষণ, সরকারি হাসপাতাল ও খাদ্য গুদামের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মাদক সেবন ও বিক্রি বন্ধ করা, বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নেরও অঙ্গীকার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, জহুরুল ইসলাম, শ্রমিক নেতা বাবুল, সংবাদকর্মী মাসুদ তাজ প্রমুখ।