অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে ২৮ অক্টোবরের খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-৪ আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে? ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, উপজেলা উলামা বিভাগের সভাপতি ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক শরীফ বেলাল হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।