Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় আইডিয়ালে অভিভাবক সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর , ২০২৫, ১২:০৩:০৮ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ডে-শিফটের অভিভাবক সমাবেশ বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। উপাধ্যক্ষ ফয়জুল কবির লিটুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা থানার সেকেন্ড অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী  সরদার কামরুজ্জামান, পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, জি এম শহিদুল ইসলাম, মিন্টু সেন, মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, শফিউল আজম বাবু, হযরত আলী, মুন্নুজাহান মুন্নি, হাফেজ মাহদী হাসান, মোহিত লাল, আকলিমা খাতুন, প্রদীপ কুমার, তানভীর হোসেন শুভ, রুকাইয়া খাতুন, মোঃ শাওন জমাদ্দার প্রমুখ। এ সময় প্রধান অতিথি আসন্ন বার্ষিক পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের মানোন্নয়নে অভিভাবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)