অভয়নগর (যশোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতরপুর গ্রামের গ্রামতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি মোটরসাইকেল শোভাযাত্রা সাভারপাড়া বাজার হয়ে ভুলোপাতা এলাকা প্রদক্ষিণ করে গ্রামতলা মোড়ে এসে শেষ হয়।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাওলানা বাইজিদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অভয়নগর উপজেলা সভাপতি মোকাররম শেখ, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, নওয়াপাড়া পৌর শাখার সভাপতি আলহাজ্ব এইচ. এম. মহাসিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক শাহীন আকন রাঙ্গা। কর্মসূচির সার্বিক পরিচালনা করেন উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফম জামানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রচার সম্পাদক সফিকুল ইসলাম খোকন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদ জামিল, শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের নাঈম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা ইমন গাজী, চলিশিয়া ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।