Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকারের পরলোকগমন

এখন সময়: শনিবার, ১ নভেম্বর , ২০২৫, ০৪:৪৪:৫৫ এম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে সাংবাদিক সোনাতন কর্মকার (৫০) পরলোকগমন করেছেন। তিনি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরোলোকগমন করেন। শুক্রবার সকালে ফকিরহাট মহাশ্মশানঘাটে তার শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী ঘোষপাড়ার মৃত জীতেন্দ্রনাথ কর্মকারের ছেলে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক, দৈনিক প্রতিদিনের সংবাদ ও দৈনিক স্পন্দন পত্রিকার ফকিরহাট প্রতিনিধি সাংবাদিক সুমন কর্মকারের আপন ছোট কাকা। সোনাতন কর্মকার একসময় বিভিন্ন পত্রিকায় ফকিরহাট প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন চিরকুমার, একজন সদালাপী, সদাহস্যোজ্জ্বল মানুষ। যে কারণে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মত একনজর দেখার জন্য বিভিন্ন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মৃতের বাড়িতে হাজির হন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)