আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরা বাজারে ৪র্থ আন্তঃজেলা র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দাবাড়ু কবির হোসেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাঁটরা সূর্য তরুন যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা ইউনাইটেড চেস ক্লাব ও বাংলাদেশ দাবা ফেডারেশন অনুমোদিত দাবা প্রতিযোগিতায় আশাশুনি, সাতক্ষীরা, মাগুরা, কালিগঞ্জ ও শ্যামনগর এলাকার ৪৭ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। খেলা চলাকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর শাহাদাত হোসেন টিটল, মেম্বার আজগার গাইন, সমাজ সেবক আলাউল গাইন ও আলাউল হক। খেলায় সাতক্ষীরা খেকে অংশ নেওয়া কবির হোসেন চ্যাম্পিয়ন হন। রানারআপ হয়েছেন মাগুরার প্রতিযোগী মিকাইল ইসলাম, দ্বিতীয় রানারআপ হয়েছেন আশাশুনির প্রতিযোগী ইয়াসিন আরাফাত। সর্বমোট ১১ টি পুরস্কার প্রদান করা হয়।