অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে উৎসবমুখর পরিবেশে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার ৩৯ তম অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া আলিফ কনভেনশন হলে এ অভিষেক উৎসবের আয়োজন করা হয়। শুরুতে রোটারিয়ান পরিবারের সন্তানদের মনোমুগ্ধকর নৃত্য ও সুমধুর সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। পরে রোটারি ক্লাব অব নওয়াপাড়ার সভাপতি রোটারিয়ান তৌহিদুর রহমান লিপটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন, রোটারি অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান ফজলে রাব্বি মোপাসা, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান কাজী আজিজুর রহমান।
সম্মানিত অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব নওয়াপাড়ার সাবেক সভাপতি রোটারিয়ান শাহ্ জালাল হোসেন, রোটারিয়ান চিন্ময়, রোটারিয়ান আব্দুল আজিজ, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রোটারিয়ান রবিউল হাসান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স। এছাড়া বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব নওয়াপাড়ার সেক্রেটারি রনেশ কান্তি মণ্ডল, রোটারিয়ান ইমাম মেহেদী মাসুদ, রোটারিয়ান নূর আলম পাটোয়ারী বাবু, রোটারিয়ান তরিকুল ইসলাম মিলন ও জিল্লুর রহমান খান প্রমুখ।