শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া জামিউল উলূম কারিমিয়া মাদ্রাসায় সোমবার ৩০ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ গ্রুপে উপজেলার ২৫ প্রতিষ্ঠানের ১৪১ প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেলে প্রতিযোগিতায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আহম্মেদ হুসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল হক।
এ সময় উপস্থিত ছিলেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু রাসেল, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা লুকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদ্রাসার পরিচালক ও শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম।