চৌগাছা প্রতিনিধি: যশোরের-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ৫ মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বক্তারা বলেন, আমরা অনেকেই ধানের শীষ পাওয়ার চেষ্টা করছি। কিন্তু দল যাকে যোগ্য মনে করবে তার হাতে দলীয় প্রতীক তুলে দেবেন। দিন শেষে যে ধানের শীষ পাবে আমরা সকল মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করবো।
২ নভেম্বর রোববার বিকেলে চৌগাছায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির উদ্দিন বাবু। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান, ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান নিপুন, জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম ও সাবেক জেলা বিএনপির নেতা অ্যাড. ইসহক।
পৌর ?যুবদলের আহবায়ক সালাউদ্দীনের পরিচালনায় এসময় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, আতাউর রহমান লাল, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ।
আলোচনা সভা শেষে শহরের বর্ণাঢ্য র?্যালি বের হয়।