বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় দেশ ফাউন্ডেশনের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে এক উঠান বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮ নম্বর বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের শাহাবুর আলমের বাড়িতে এ জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারী ও শিশু পাচার রোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেশ ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক নাজিম উদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আফরোজা পারভিন, শাখা ব্যবস্থাপক রাজিব হোসাইন, ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।