আলমডাঙ্গা অফিস: কৃষি সম্প্রসারন অধিদপ্তর আলমডাঙ্গার উদ্যোগে গতকাল ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর অঞ্চল টেকসই কৃষিসম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী(পিপি)। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যরিাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ । ৬০ জন কৃষাণ/কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসানণ অফিসার কৃষিবিদ উদয় রহমান, সাইফুল্লাহ মাহমুদ ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ।