নিজস্ব প্রতিবেদক : যশোর শহরসহ সেনানিবাসকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে, ভবদহ সমস্যা সমাধানে এবং বিল হরিনার জলবদ্ধতা দূর করতে মুক্তেশ্বরীকে দখল মুক্ত করার বিকল্প নেই। মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোরের মতবিনিময় সভায় একথা বলেন নেতৃবৃন্দ।
সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এই মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন বিভিন্ন সময় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নানা পদক্ষেপ নিলেও সে পদক্ষেপ কখনো আলোর মুখ দেখেনি। তদন্ত হয় কোনো কাজ হয় না।
মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোরের আহ্বায়ক অনিল বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। শুরুতেই সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু হাসান, সাইফুজ্জামান মজু, হারুন অর রশিদ, হাসিনুর রহমান, এসএম তসলিমুর রহমান, অধ্যক্ষ শাহীন ইকবাল, রাসেদ খান প্রমুখ।
নেতৃবৃন্দ মুক্তেশ্বরীর দখলবাজ উচ্ছেদসহ নদীর সীমানা নদীকে ফিরিয়ে দিতে এবং নদী বাঁচাতে ও দেশ বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।