এম আলমগীর, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ৮টি বাড়ির বিভিন্ন স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। ঘটনাটি উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের দিঘড়ী গ্রামে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় ঝিকরগাছা উপজেলার দিঘড়ী বাজার মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
অভিযানে বি.আর.এস রেকর্ড ভুক্ত সরকারি প্রায় ২৫০ মিটার রাস্তা দখল মুক্ত করা হয়। এ সময় সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি বাড়ির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এই সব স্থাপনা দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার ওপর নির্মিত ছিল। অভিযানে কোন ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানা গেছে, গ্রামবাসীর চলাচলের জন্য একটি সরকারি বি.আর.এস রেকর্ডভুক্ত রাস্তা রয়েছে। কিন্তু ওই গ্রামের বিভিন্ন লোক সরকারি রাস্তার দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন।
অভিযান শেষে ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, সরকারি সম্পত্তির ওপর অবৈধ দখল দারিত্ব কোন ভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত তদারকি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার ফিরোজ আলম, হাজিরবাগ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন।