Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে ট্রাক উল্টে ঝিকরগাছার বাসিন্দা নিহত

এখন সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর , ২০২৫, ০৮:৩৯:২০ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ট্রাকের চাপায় রাস্তার ধারে প্রস্রাব করতে বসা গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্যকুল মাদারতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার কাশেম বিশ্বাসের ছেলে। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যকুল গ্রামের ইউপি মেম্বার আব্দুর রহিম।

এলাকাবাসী জানায়, উপজেলার মধ্যকুল মাদারতলায় সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে এসেছিলেন। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে প্রস্রাব করার সময় যশোর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল বিশ্বাস ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার দুজনেই পালিয়ে গেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)