Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় তরিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৬:১৭:৪০ এম

বাঘারপাড়া  প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকলাস হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বিএনপি নেতা হাবিবুর রহমান ও এফ.এম. আসলাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান।

এতে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর যুবদলের সদস্য সচিব বাবুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি নাফিজ ইকবাল ঈসা, ছাত্রদল নেতা মাসুম পারভেজ, তাসকিন ্আহম্মেদসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)