চৌগাছা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে পাঁচনামনা পৌর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শাহিনুর রহমান শাহিন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলামসহ কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।