Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒চালকের সচেতনতায় জানমাল রক্ষা

কালীগঞ্জে ট্রেনের চাকার স্প্রিং ভেঙে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ১২:৫৯:০৭ এম

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের চাকার স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে, ট্রেন চালকের দূরদর্শিতায় যাত্রীদের প্রাণহানীসহ বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। পরে প্রয়োজনীয় মেরামত শেষে দুপুর ১ টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এ সময়ে ট্রেন চলাচল সিডিউলে সাময়িক বিপর্যয় ঘটে। বুধবার খুলনা থেকে চিলাহাটিগামী রকেট ট্রেনটি দুপুর ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে আসার পর চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি নজরে আসে চালকের।

ট্রেনের চালক আমিনুল ইসলাম জানায়, খুলনা থেকে ট্রেন ছাড়ার পর দুপুরে কালীগঞ্জ সীমান্তে ঢোকার আগেই ট্রেনের পেছনের লাগেজ ভ্যানের চাকায় সমস্যা টের পাই। এরপর মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামিয়ে দেখেন চাকার স্প্রিং ভেঙে গেছে। লাগেজভ্যানে থাকা মালামাল সরিয়ে মেরামতের ঘণ্টাখানেক পর ট্রেনটি পুনরায় সচল করা হয়।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাজাহান হোসেন জানান, লোকাল ট্রেনটি খুলনা থেকে কালীগঞ্জ আসার পর ট্রেনের চালকের কাছে চাকার ত্রুটিটি ধরা পড়ে। সেটি মেরামত করতে ঘণ্টাখানেক সময় লাগে। তিনি বলেন, চলন্ত পথেই যদি চাকা ভেঙ্গে দুর্ঘটনার শিকার তাহলে প্রাণহানিসহ বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকত।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)