দাকোপ প্রতিনিধি: খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ধারীদের সরকারের সার নীতিমালা ২০২৫ এ অন্তর্ভূক্ত করার দাবিতে চলমান আন্দোলনকে বেগবান করতে দাকোপে উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে।
চালনা পৌরসভার সার বিষ বিক্রেতা সুকৃতি রায়কে সভাপতি, দেবব্রত মন্ডল, মাহবুবুর রহমান গাজী, প্রদীপ থান্দার, হায়দার গাজী, গৌরাঙ্গ ঘরামীকে সহসভাপতি এবং মোঃ হাইদুল সানাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে সজল এবং দেবদুলাল সরকার যুগ্ম সাধারণ সম্পাদক। মোঃ হযরত সানা, প্রবীর মন্ডল ও অসীম মন্ডল সাংগঠনিক সম্পাদক। মোঃ আনারুল গাজী কৃষি বিষয়ক সম্পাদক, সজল সাহা অর্থ সম্পাদক, টিপুল সানা প্রচার সম্পাদক, আতাউল রহমান উপ-প্রচার সম্পাদক, তুষার মিস্ত্রি দপ্তর সম্পাদক, অশোক সহ-দপ্তর সম্পাদক, মজিদ মীর আইন বিষয়ক সম্পাদক, গণেশ মন্ডলকে ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে । গঠিত কমিটির নবনির্বাচীত নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করে নতুন কমিটির তালিকা জমা দেন।