ডুমুরিয়া প্রতিনিধি: খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবীতে ডুমুরিয়ায় বৃহস্পতিবার বিকালে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের মাধ্যমে কৃষি সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, বিশিষ্ট সার ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান সরদার ও মোঃ ইলিয়াজ হোসেন, খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের ডুমুরিয়ার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিলন তরফদার, এসএম আনিচুজ্জামান, মহিদুল ইসলাম, তুহিন সরদার, শংকর মন্ডল, বিএম নাছিম, সত্যজিত মন্ডল প্রমুখ।