কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এসব সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আাব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন প্রমুখ।