নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃহস্পতিবার সকালে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি বলেন, ভুল করা ভাল। বারবার ভুল নয়। কারণ প্রথমবার ভুল করলে সংশোধন করা যায়। ছাত্রীরা যদি যেকোন বিষয়ে চেষ্টা করে তাহলে সাফল্য অর্জন করতে পারবে। চেষ্টা ছাড়া প্রতিদিন সফল হবো বলে চিন্তা করলে সফল হতে পারবে না। সফলতা অর্জনের জন্য চেষ্টা থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক প্রভাতী মোহাম্মদ সহীলুদ্দীর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, দেশাত্ববোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ১৬৮ ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।