ক্রীড়া প্রতিবেদক: যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার রওনক জাহান।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। পরাজিত হওয়া প্রতিযোগীকে ছোট করে ভাবা যাবে না। আবার বিজয়ী হলে অহংকার করে নিজেকে ধ্বংস করা যাবে না। খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কমুার নন্দির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অভিভাবক সদস্য শামীম আলম, এসমোততারা প্রমুখ। পরিচালনা করেন ছাত্রী রামিশা তানহা ও রিফাহ তাসফিয়া দ্যুতি।
অনুষ্ঠানে ১৩৮ বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।