আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বাঁচামারী গ্রামের বড়জোলা মাঠ থেকে চুরি যাওয়া পাওয়ারটিলার উদ্ধার ও আসামী লাল্টু মিয়াকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাচামারি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (২১) তার পাওয়ারটিলার দিয়ে তার নিজ গ্রামের বড়জোলা মাঠে জমি চাষ করা শেষে তার জমিতে সৌর বিদ্যুতের চালের নীচে বেগুন গাছের খড়ি দিয়ে ঢেকে রেখে নিজে বাড়িতে যায়। পরের দিন ভোর রাতে মোঃ হেলাল উদ্দিন মাঠে গিয়ে দেখে তার পাওয়ারটিলার টি নেই। ওই সময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন লাভ হয়নি। পাওয়ারটিলারের মালিক ওই সময় আলমডাঙ্গা থানায় এজাহার দাখিল করেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ তাইজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার ঘটনার সাথে জড়িত আসামী বাচামারী গ্রামের মৃত ভুট্টা মিয়ার ছেলে মোঃ লাল্টু মিয়া (৩৬)কে পাওয়ারটিলার সহ গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার আসামি কে জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।