Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলা রেলস্টেশনে আজ থেকে বেতনা এক্সপ্রেস ও রকেট থামবে

এখন সময়: শুক্রবার, ৭ নভেম্বর , ২০২৫, ০২:১৬:৪৫ এম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: দীর্ঘ তিনদশক পর দুটি ট্রেনের পুনরায় যাত্রা বিরতি পাচ্ছে খুলনার ফুলতলা রেলওয়ে স্টেশন। ট্রেন দুটি হলো বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ও সৈয়দপুরগামী রকেট। বেতনা এক্সপ্রেস আপে সকাল সাড়ে ৬টায় ও ডাউনে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং সৈয়দপুরগামী রকেট আপে সকাল ৯টা ৫৫ মিনিটে এবং ডাউনে রাত আড়াইটায় স্টেশনে পৌঁছাবে বলে স্টেশন মাস্টার ইনচার্জ জয়ব্রত সাহা জানান। নতুন করে ট্রেনের যাত্রা বিরতিতে স্বস্তি ফিরে এসেছে ফুলতলা উপজেলাসহ অভয়নগর ও ডুমুরিয়ার একটা বৃহৎ অংশের জনগণের মাঝে। তবে এলাকাবাসীর দাবি ফুলতলা স্টেশনে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের আপ এবং ডাউন যাত্রা বিরতি।

শ্রমিক নেতা আ. মজিদ মোল্লা বলেন, আমি জুট মিলে চাকরি করাকালীন এখান থেকে বেনাপোল গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সরকার সেটা বন্ধ করে দেয়। স্টেশনে যাত্রা বিরতির দাবিতে গঠিত কমিটির একজন সদস্য হিসেবে আনন্দিত হয়েছি আপাতত এই দুটি ট্রেন দেওয়ায়। তবে জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রাবিরতি এ অঞ্চলের গণ মানুষের দাবি।

ফুলতলা স্টেশনে ট্রেন থামার দাবিতে গঠিত যাত্রা বিরতি কমিটির সদস্য সচিব অধ্যাপক নাসির উদ্দিন বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে ও কিছু মানুষের বদান্যতায় আমরা এই মুহূর্তে এই দুটি ট্রেন পেয়েছি। আশা করছি অল্প সময়ের মধ্যে আরো কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি পাব। তিনি আরো বলেন, ট্রেনের ব্যাপারে আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান ও এমসিএসকে’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসানের প্রতি। যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক ইকতিয়ার শেখ বলেন, দীর্ঘদিনের দাবি ছিল প্রাচীন এ স্টেশনে তার ঐতিহ্য ফিরে আসুক। আমাদের দাবি কিছুটা হলেও পুরণ হতে চলেছে। তবে জনগণের দাবি পুরোপুরি প্রতিফলিত এখনও হয়নি।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)