নিজস্ব প্রতিবেদক: স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক অসহায় নারীকে মারধরের পর জামিনে বের হয়ে আসামিরা ফের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। বর্তমানে ওই নারী জীবনাশঙ্কায় রয়েছেন।
শুক্রবার ( ৭ নভেম্বর) সকালে আসামিরা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেন।
স্বপ্না রানী ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ জানান, গত ২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি স্বপ্না রানী ঘোষকে একই এলাকার তিন ভাই চিত্ত ঘোষ, মদন ঘোষ, মোহন ঘোষ এবং তাদের দুই ছেলে সজীব ঘোষ ও স্বরূপ ঘোষসহ নারীরা লাঠিসোটা, লোহার রড ইত্যাদি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। ওই সময় তার কাছ থেকে সোনার গহনা, মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
সেইরাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এবং রাতেই তারা যশোর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পরদিন ৩ নভেম্বর মারপিট ও লুটের ঘটনায় তাদের নামে মামলা করা হয়। মামলা নম্বর ১৪।
এদিকে, আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে ফের স্বপ্না রানীর উপর চড়াও হন। তাদের সাথে বাইরের লোকজনও ছিল। অসহায় ওই নারী এখন জীবনাশঙ্কায় রয়েছেন।
স্বপ্না রানী ঘোষ যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জগদীশ ঘোষের স্ত্রী। জগদীশ ঘোষ পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাড়িতে অন্য কেউ না থাকায় আসামিরা তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন।