কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে সমাবেশ ও র্যালি করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বিকালে শহরের ভূষণ হাইস্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ-৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ। শেষে বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।