Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় আগুনে পুড়ে কৃষকের ১০ গরু দগ্ধ-মৃত্যু

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ১০:৪৫:০৪ পিএম

 

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় কোহিনুর মল্লিক নামে এক কৃষকের ৫ গরু আগুনে পুড়ে মারা গেছে। এসময় দগ্ধ হয়েছে আরো ৫টি গরু। ক্ষতিগ্রস্ত কোহিনুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

কোহিনুর মল্লিক জানান রোববার (৯নভেম্বর) গভীর রাতে গরুর ডাক চিৎকারে ঘুম ভেঙে গেলে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়াল ঘরে ৪ টি গাভী ৪ টি ষাঁড় ও দুটি বাছুর ছিল। ১০টি গরু দগ্ধ হয়ে যায়। তার মধ্যে ৫ টি গরু গোয়াল ঘরের মধ্যে মারা যায়। বাকি ৫ টি গরুর অবস্থা আশঙ্কাজনক।

কোহিনুর মল্লিক এবং প্রত?্যক্ষদর্শীরা বলেন, গোয়াল ঘরে আগুন লাগার কোন ক্লু খুঁজে পাওয়া যায়নি। কেউ শত্রুতাবশত আগুন দিয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)