স্পন্দন নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। বিস্ফোরণে লাল কেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সন্ধ্যা প্রায় ৭ টার দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণের পর এলাকাজুড়ে মানুষের ছিন্নভিন্ন দেহ এবং গাড়ির টুকরো ছড়িয়ে ছিটিয়ে যায়। “বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল”, বলছে দিল্লি পুলিশ। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণের কারণ নিশ্চিত জানা যায়নি। তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, ঘটনাস্থলের মাত্র ৫০ কিলোমিটার দূরেই ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের দিন সোমবারেই ঘটেছে এই বিস্ফোরণ। তার ওপর বিহার রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগের দিন এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। লাল কেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীরা বলেছেন, কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গেছে। পুরান দিল্লিতে অবস্থিত লাল কেল্লা শহরের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকা। সেখানে এই বিস্ফোরণকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার ছবিতে দেখা গেছে, দরজা উড়ে যাওয়া গাড়ি, টুকরো টুকরো হয়ে যাওয়া গাড়ি, মাটিতে পড়ে থাকা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া দেহ। এমন দৃশ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার বর্ণনায় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “পিছনেই আমার দোকান। চেয়ারে বসেছিলাম, হঠাৎ ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ। এত জোরে শব্দ জীবনে শুনিনি। ৩ বার চেয়ার থেকে পড়ে গিয়েছিলাম। উঠে আওয়াজ লক্ষ্য করে ছুটলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, বাঁচব না। মৃত্যুকে ভীষণ সামনে থেকে দেখলাম। এত আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কী করা উচিত।” আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “ছাদ থেকে আগুন দেখে বাড়ি থেকে বেরিয়ে আসি। ভীষণ জোরে বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। বাড়ির কাচ নড়ছিল। ছুটে নীচে এসে দেখি, ভয়াবহ অবস্থা।”