Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়কে বালুর স্তুপে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি অফিস সহকারীর

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ১২:৫৯:০৫ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: সড়কের উপরে রাখা ছিল বালুর স্তুপ। সেই বালুর স্তুপে ঢুকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তার উপরে পড়ে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন রফিক রেজা (৪৫) নামে এক ব্যক্তি। তিনি মহেশপুর ভূমি অফিসে সহকারী পদে চাকরি করেন। একইসাথে গুরুতর আহত একই অফিসের নায়েব নুরুজ্জামানকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জে -কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বটতলা এলাকায় এ দুঘটনাটি ঘটে।

নিহত রফিক রেজা শৈলকুপা উপজেলার হাবিবপুর গ্রামের নবী নেওয়াজের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মহেশপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে ফিরছিলেন রফিক রেজা ও তার সহকর্মী নুরুজ্জামান। পথিমধ্যে পাতিবিলা বটতলা নামক স্থানে পৌঁছুলে রাস্তার ওপরে বালুর স্তুপে পড়ে মটরসাইকেলটি পড়ে যায়। এ সময় পিছন থেকে আসা ট্রাক ঢাকা মেট্রো-ট ২৪-০৪৩৬ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিক রেজা নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত তারই সহকর্মী কালীগঞ্জ ফয়লা গ্রামের নুরুজ্জামানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাকে যশোরে জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে সড়কের ওপর স্তুপ বালুর ছবি তুলতে গেলে বালু ব্যবসায়ীরা সাংবাদিকদের বাধা দেন। এ সময় সেলিম, মামুন ও সজিব নামে তিন যুবক সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেন। প্রশাসনের হস্তক্ষেপ ও তাদের বিচার দাবি করেন সাংবাদিকরা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাক আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)