Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে চারদলের টুর্নামেন্টে সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০১:০০:১৪ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে চার দলের ভলিবল টুর্নামেন্টে সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয় মাঠে ফাইনালে সমকাল ভলিবল দল ৩ - ২ সেটের ব্যবধানে ”ফোর জি ফ্যাশন” ভলিবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সাবেক সহ-সভাপতি বাবু অজিত ভট্টাচার্য্য। উল্লেখ্য, একই টুর্নামেন্টে গত বছর ২০২৪ সালেও সমকাল ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছিল।

বন্ধু মহলের আয়োজনে এবারও চার দলের অংশগ্রহনে বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত ভলিবল টুনামেন্ট। দুপুরে খেলার ১ম রাউন্ডে কালীগঞ্জ ভলিবল দলকে ২-১ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে সমকাল ভলিবল দল। এরপর বিকালে ফাইনাল ম্যাচে ফোর জি ফ্যাশন ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সমকাল দল ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল, সমকালের কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন, আয়োজক কমিটির প্রধান কামরুজ্জামান রাজু ও গোলাম সাকলাইন মুরাদসহ অন্যান্য কর্মকর্তাগণ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)