অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগরে স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গী’র উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং করা হয়।
অভয়নগর ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, উৎসর্গী’র প্রধান উপদেষ্টা বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, শেখ আব্দুল ওহাব মডেল কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উৎসর্গীর সহকারী উপদেষ্টা মেহেদী হাসান ও নিশাত সুলতানা, সভাপতি তাছনিম মাহাদী শাওন, সাধারণ সম্পাদক ওমর শাহাদৎ লিখন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান আবিদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন অভয়নগর ব্লাড ব্যাংকের প্রতিনিধি আকিব হোসেন গালিব, আশিকুজ্জামান আশিক ও জামসেদ হোসেন।