বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মাঠে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ এর বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, শিক্ষানুরাগী মাসুদ আলম টিপু, আব্দুল হক, অভিভাবক মোহাম্মদ বাচ্চু মিয়া, শিক্ষক প্রতিনিধি আলমগীর সিদ্দিকী। বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুর রহমান।