শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিনা রহমান।
‘সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার ‘- বিষয়ক এ নারী সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন মাগুরা -১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুন রায় চৌধুরী।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মানসুরা আলম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন ও সাহেদ হাসান টগর, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপী, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি ইয়াসিন আলী সোহেল প্রমুখ।