আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাদ্রাসার অভিভাবক, প্রার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ অলিউল্লাহ বলেন, বিধি মোতাবেক ও সকল নিয়মকানুন মেনে বিজ্ঞপ্তি প্রকাশসহ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। ডিজি প্রতিনিধি নিয়োগ পেয়ে নিয়োগ বোর্ড যথাযথ ভাবে আজ নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। অনিবার্য কারনে আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে।