হালিমা সুলতানা #
কোন এক ফাগুনের আগমনে এসেছিলে তুমি,
পৌষের ছোঁয়ায় ঝরে গেলে।
ঝরা পাতার মতো তোমার ভালোবাসা ঝরে গেলো।
শুষ্কতা ছেঁয়ে গেছে হৃদয় জুড়ে।
বর্ষার কাক ডাকা ভোরে দুজনের হয়নি ভেজা,
মেঘের গর্জনে হয়নি জড়িয়ে ধরা, হাবুডুবু প্রেম খেলা হয়নি জলে।
বসন্ত হৃদয়ে ছুঁয়ে ছুঁয়ে পথ ভুলে হারিয়ে গেলো,
একাকী বাসন্তী নদীর তীরে কাশফুলে দোলা হৃদয় উড়িয়ে দিলো।
বৈশাখী মঞ্চে নাচেনি হৃদয়, বীণা সুরে তালে উঠে আপন মনে।।
চৈত্রের চৈতালি প্রেমিকা হইনি কভু তবুও ভালোবাসি মন ভালোবাসি উজাড় করে।
বৈশাখে নতুন করে সাজেনি হৃদয় তবুও সাজে কষ্ট গুলো আপন মনে।