মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মহম্মদপুর ফুটবল মিনি স্টেডিয়াম মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।
জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোহা. মতিউর রহমান,জেলা বিএনপি’র সদস্য মহম্মদপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মৈমুর আলী মৃধা, বিএনপি নেতা ড. রইচ উদ্দীন, সাবেক যুবদলের নেতা ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া, জেলা নারী ফোরামের নেতৃবৃন্দসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।