Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-বেনাপোল মহাসড়কে রাতে গাছ ফেলে অবরোধ চেষ্টা

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৫:১৭:৪০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চিতে রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাদত রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে গাছ কেটে এনে ফেলে রেখে অবরোধের এ চেষ্টা করে। নাভারণ হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশের ওসি মহাসিন হোসেন।
যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল রাতেই তার ফেসবুকে এ ভিডিও শেয়ার করেছিলেন। তিনি ফেসবুকে দাবি করেন যশোর-খুলনা মহাসড়কেও বালি ফেলে অবরোধ করা হয়েছে। যশোর-খুলনা মহাসড়কের কোথাও বালি ফেলার সংবাদ পাওয়া যায়নি।
নাভারণ হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন জানিয়েছেন, কে বা কারা একটি ছোট রেন্ট্রি গাছ কেটে রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। গাছটি রাস্তার পাশ থেকে কাটেনি। অন্য কোন জায়গা থেকে গাছ কেটে রাস্তায় এনে ফেলা হয়েছিল। রাস্তায় গাছ ফেলার সংবাদের সাথেসাথে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরাও সেখানে পৌঁছান। দ্রুতই গাছটি সরিয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করীম সাংবাদিকদের জানিয়েছেন, তার সীমানা রাজারহাট থেকে ফুলতলা হাইওয়ে পর্যন্ত। তার সীমানার মধ্যে বালি ফেলে রাস্তা অবরোধের কোনো ঘটনা ঘটেনি। রাতভর টহল জোরদার ছিল বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায়ের দিন ছিল সোমবার। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানোর চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যশোরে রাতে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে। তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)