Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেসবুকে ফেক আইডি খুলে অশ্লীল পোস্ট দেয়ায় মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর , ২০২৫, ০৪:৩৭:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের অশ্লীল পোস্ট এবং রাস্তায় আটকে রেখে হুমকি ও সোনার চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগে হোসাইন ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্দে পর্নোগ্রাফি আইনে যশোর আদালতে মামলা হয়েছে। যশোরের অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে। আসামি হোসাইন আলী চেঙ্গুটিয়া চাপাতলা গ্রামের খায়ভার মোল্যার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, হোসাইন ইসলাম ফেসবুকে একাধিক ফেক আইডি খুলে ভুক্তভোগী নারীর ছবি ব্যবহার করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়। একই সাথে ওই নারীর শরীরের ছবি ব্যবহার করে নানা আজেবাজে মন্তব্য করে আসামি।
এ ছাড়া গত ২৪ অক্টোবর আসামি হোসাইন ওই নারীর মাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তোদের পরিবারকে সুখে থাকতে দেবো না বলে হুমকি দেয়।
গত ৩১ অক্টোবর সন্ধ্যায় পিতার বাড়ি থেকে ওই নারী তার ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে পালপাড়া রোডের শাপলা খাতুনের বাড়ির সামনে পৌঁছালে আসামি হোসাইন ইসলামসহ দুই তিন জন একটি মোটরসাইকেলে এসে গতিরোধ করে ভ্যান থেকে নামায়। এ সময় হোসাইন ওই নারীর গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। চিৎকার দিলে হোসাইন ও তার সহযোগীরা তার গলায় চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ ও পূর্বে জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)