নিজস্ব প্রতিবেদক : যশোরে বাস পোড়ানোর মামলায় আটক যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আদালতে সোপর্দ করেছে কোতয়ালি থানা পুলিশ। এরা হলো, শহরের বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান বটুর ছেলে যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান এবং শেখহাটি বাবলাতলা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী তুহিন হোসেন রাহুল।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে শহরের বকচর এবং শেখহাটি এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বাস পোড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক আটক দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সোমবার ১৭ নভেম্বর তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ নভেম্বর যশোর উপশহর এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেয় দূবৃত্তরা। এ ঘটনায় বাসের মালিক মনিরুল ইসলাম অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালী থানায় মামলা করেন।