কেশবপুর প্রতিনিধি : কেশবপুর চিংড়া গ্রােমের কৃষক মফিদুল ইসলামের সেচ পাম্প ও ধান ঝাড়াই করা মেশিনের সাথে থাকা মটর চুরি হয়েছে। থানায় অভিযোগ করে চুরি যাওয়া সেচ পাম্প উদ্ধারে পুলিশের সহায়তা চেয়েছেন কৃষক মফিদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের মফিদুল ইসলামের সেচ পাম্প চুরি হয়ে যায়। যার মূল্য ২৬ হাজার টাকা এবং ১৫ নভেম্বর শনিবার নিজ বাসভবন থেকে ধান ঝাড়াই করা মেশিনের সাথে সেট করা একটি ২ মটর চুরি হয়ে যায়। চুরি সন্দেহে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের আব্দুল গফুর সানা ছেলে আনিসুর রহমান সহ আরও ২/৩ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মফিদুল ইসলাম। চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামীম হোসেন জানান চুরির বিষয়ে শুনেছি তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনে পুলিশের কঠোর অবস্থান থাকবে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দৈনিক স্পন্দনকে বলেন-চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।