Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর , ২০২৫, ০৭:৩১:১৭ পিএম

 

দাকোপ প্রতিনিধি: দাকোপে জিসিএ প্রকল্পের উদ্যোগে পূর্ব সতর্কতা,অনুসন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা উপকরণ বিতরণ অনুষ্ঠান হয়েছে।

জেন্ডার-রেস্পন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন (জিসিএ) প্রকল্পের আওতায় এনজিও ফোরামের আয়োজনে গ্রীন ক্লাইমেন্ট ফান্ড এবং ইউএনডিপি’র সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মাঠে উপকরণ বিতরণ সভায় সভাপতিত্বে করেন উপ-পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। সভায় স্বাগত বক্তৃতা করেন জিসিএ প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক অশোক কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, এনজিও ফোরামের পরিচালক ডা. আহসান হাবীব, উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আবুল বাসার, এনজিও ফোরামের জিসিএ প্রকল্পের উপজেলা মনিটারিং অফিসার জাহাঙ্গীর পলাশ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)